এক বোন প্রশ্ন করেছেন
কিভাবে হারাম রিলেশন থেকে বেচে থাকবো
অনেক চেষ্টা করেও পারছিনা যদি উপায় বলে দিতেন
উওর দিচ্ছেন
শায়েখ আহমাদুল্লাহ
আল্লাহআল্লাহর ভয় যদি আমাদের অন্তরে বিদ্যামান থাকে তাহলে কখনো আমার হারাম
রিলেশন জড়াবো না
এই জন্য আল্লাহ ভয়কে মনে জাগ্রত করা উচিৎ।
আল্লাহ তাআলা বলেন
'' ওল্লাজিনা আমানু আশাদ্দ হুব্বাল লিল্লাহ ''
অর্থ" যারা ঈমানদার তারা সব সময় আল্লাহর ভালোবাসা লালন করেন ধারন করেন
মনে রাখবেন।
যা যেনা বা ব্যাভিচার হারাম রিলেশন এগুলো থেকে বাচার মূল উপায় হলো এগুলোর যত উপকরণ আছে যত উপায় আছে
যত মাধ্যম আছে
সে সমস্ত মাধ্যম থেকে নিজেকে সরিয়ে আনা
এছাড়া আর কোনো উপায় নাই। মুলত এটায় হলো একমাএ উপায়।
কুরআনে আল্লাহ তায়ালা আরো বলেন
৷
আল্লাহ তায়ালা বলেননি তোমরা যেনা করিও না
বরং তিনি বলেছেন
তোমরা যেনার পাশেও যেওনা
আল্লাহ তাআলা জানেন
যেনা এমন একটি অপরাধ যে অপরাধের কাছাকাছি গেলেও মানুষ খারাপ কাজে লিপ্ত হয়
এজন্য যেনার কাছাকাছি যেতেও নিষেধ করেছেন।
এই যে আমরা বদ নজর কে হারাম বলছি আল্লাহ তাআলা নিষেধ করেছেন
এটা নাজায়েজ গুনাহ এর কাজ। কেন?
কারন হলো
মানুষ যখন আল্লাহর কথা অমান্য করবে তখন তার দারা অন্যায় কামনা বাসনা জাগ্রত হয় এবং গুনাহ লিপ্ত হয়
একি ভাবে পুরুষ ও নারী জাতি এক সাথে থাকলে যেনাহ লিপ্ত হওয়ার চান্স অনেক বেশি।
এই কারনে এসব হারাম কাজ থেকে আগে বাগে দূরে থাকতে হবে।
মনে করুন যে৷ বন্ধ৷ আপনার ফেতনার করন থাকে দরে রাখুন তাকে ত্যাগ করুন তাকে ফেসবুক ওয়াটসআপ ব্লক রাখুন তাকে এরিয়ে চলুন
আসসালামু আলাইকুম প্রিয় বোন
" ওলা তাকরবুজ জিনা "
অর্থ" তোমরা যেনার কাছেও যেওনা
প্রয়োজনে তার সাথে যেন দেখা হয় সেটায় আমাদরে মেনে চলতে হবে
এভাবে মনে চললে হারাম রিলেশন থেকে আমরা বাঁচিয়ে থাকবো
এই সাথে দীনদার মানুষেদর সাথে থাকতে হবে
ইনশাল্লাহ এর মাধ্যমে নিজেকে হারাম রিলেশন থেকে নাচিয়ে থাকতে পারবেন
Shaikh Ahmadullah
Assunnah Foundation
0 মন্তব্যসমূহ