Ticker

6/recent/ticker-posts

সুন্নাহ সম্মত হেয়ার স্টাইল বনাম চুলে বখাটেপনার প্রকাশ, ৩ প্রকারের চুল রাখা সুন্নাহ,

আসসালামুয়ালাইকুম

 সুপ্রিয় দর্শক ,মহান সৃষ্টিকর্তার থেকে আমাদের প্রতি অনেক বড় একটি নিয়ামত হলো আমাদের মাথার চুল .

চুলের মাধ্যমে আমাদের মাথা ক্যামেরা ঠান্ডা এবং গরম থেকে রক্ষা করতে পারি এছাড়াও রয়েছে নানাবিধ উপকারী.
 মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্যের দিক ও বটে.. যেসব বিষয় মানুষের ব্যক্তিত্ব চমৎকার ভাবে ফুটিয়ে তুলে থেকে মাথার চুল এবং চুল রাখার ধরন গুরুত্বপূর্ণ একটি বিষয় চুল রাখার ক্ষেত্রে ইসলামের রয়েছে সুস্পষ্ট এবং আদর্শ একজন মুসলিম এবং তার সমস্ত কাজের নির্দেশনাকে গুরুত্বের সাথে ফলো করবেন প্রেয় রাসূলে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম  চুল রাখার ক্ষেত্রে তিন ধরনের চুল রাখার নির্দেশনা দিয়েছেন এবং সেটি ছিল না আরেকজনের চুল রাখা কি জায়েজ করা হয়েছে ইসলামী ?

 শরীয়াতে আরেক ধরনের চুল রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে তিন ধরনের পুরুষদের জন্য রাখার নির্দেশনা রয়েছে এবং সেটি সোনা তোমাকে একটা কথা বলা হয় মাথার চুল স্বাভাবিকভাবে বড় হতে হতে কানের লতি বরাবর যখন হয়ে যায় সেটাকে বলা হয় চুল বড় হতে হতে কানের লতি থেকে কাদের মাঝামাঝি পর্যন্ত এসে যখন স্থির হয় একে বলা হয় 



যে চুল বড় হতে হতে পর্যন্ত চলে আসে এটা কি ধরনের রচনা এবং রাখার বিষয়টি রয়েছে মৃত্যুর বিষয়টি 

সোনা বোদা হতে বর্ণিত হয়েছে পুরো মাথার চুল যদি কেউ ছোট করে রাখতে চান তাহলে সমান করে পুরো মাথার চুল কে ছোট করে দেখাও যায় রয়েছে প্রচুর রাখার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বলে ঘোষণা করেছে 

রাসূলে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণনা করেছেন

যে তিনি করতে নিষেধ করেছেন তা বলা হয় মাথার চুল আবার অপর অংশে রাখা খুব বড় করে রাখা অপর অংশের চুল রাখার ব্যাপারে 1400 বছর আগে নিষেধ করেছেন 
 এরশাদ করেছেন মাদ্রাসাভিত্তিক কোন শ্রেণীর মানুষের সাদৃশ্য গ্রহণ করবে তাদের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে চুল রাখার ক্ষেত্রেও যদি কেউ বখাটে উশৃংখল

 আল্লাহর প্রতি মানুষের যে হেয়ার কাটিং সেটার যদি অনুকরণ করে সেই স্টাইল যদি অনুকরণ করে এবং তাদের মত করে রাখে উদভ্রান্তের মত করে নিজেকে সাজাবার চেষ্টা করে তাহলে সে ক্ষেত্রে তাদের দলভুক্ত হবে এবং অত্যন্ত ভয়াবহ একটি বিষয় মুক্ত হবে এবং এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয় চুল রাখার যে ধরনের হাদিস একেবারে সোজাসোজি অর্থাৎ তিনি পেছনের দিকে রাখতেন কখনো কখনো পেছনের দিকে তিনি চুলকে রাখতেন কোথাও কোথাও এ ধরনের উদ্ভট হিসেবে তিনি রাখতেন না 


মেয়েদের জন্য রাখার ক্ষেত্রে ইসলামের যে আমরা সচরাচর স্বাভাবিকভাবে তারা চুলকে লম্বা করবেন বড় করবেন তারপরে পুরুষদের চুল সামান্য পরিমাণে বিষয়টি প্রমাণিত করতে পারবেন কিন্তু কোন নারীর সাথে সাদৃশ্য না হওয়ার পুরুষের সাথে যেন না হয় এরা খেয়াল করবেন 


আমাদের মহান সৃষ্টিকর্তার নতুন চুল রাখা অর্থাৎ মাথার কোন একাউন্টে চুদছে সেই অপরূপ সচল রাখার ব্যাগ অংশকে একেক রকমের করে রাখার যে খেলাফে সুন্নাত পদ্ধতি রয়েছে নিষিদ্ধ পদ্ধতি রয়েছে উদ্ভট রকমের চুল রাখা থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখে বেঁচে থাকার চেষ্টা করি


আল্লাহ আমাদের সকলকে সর্বোত্তম ধারণ করার তৌফিক দান করুন 







Shaikh Ahmadullah
Assunnah Foundation

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ